কোথায় চলে গেলে বন্ধু জলে ভেসে ভেসে
সহেনা আর পরানে যে দেখা দাও গো এসে।।
চাইয়া থাকি নদীর পথে কখন আসবা মাঝি
তুমি রাজি হইলে পরে আসবে ঘরে কাজী।
তোমায় নিয়ে বান্ধিমু ঘর পঙ্খিরাজের দেশে।।
তোমার নৌকা ভাসতে আছে আমার চোখের জলে
চেয়ে দেখো কাহার ছায়া পড়ছে জলতলে।
ভাটিয়ালি গানের সুরে মন মজালে হেসে।।
শয়নে স্বপনে শুনি তোমার মুখের হাসি
তাই তো এমন করে সখা তোমায় ভালোবাসি।
ফিরে যদি না আসো গো জীবন যাবে শেষে।