শকুনে পেয়েছে তারে হারানোর বহুদিন পর
মাংসভুক শকুন তাই ফেটে পড়ে উল্লাসে।
রক্তমাংস খেয়ে সে পরিতৃপ্ত করবে জটর
সব কথা থাকে না লেখা মহাকালের ইতিহাসে।
কোন আকালের ঘাটে এসে ভিড়ছে স্বপ্নের নাও
পাশে তার পড়ে আছে লোকালয়, বিশাল ভাগাড়।
ত্রিকালের শেষ কালে এসে কবি আর কত চাও !
কেন বয়ে চলো বুকে অকারণ আবেগ পাহাড়।
স্বপ্ন নেই সবুজ নেই, নদী ও উপত্যকা নেই
তবু কিছু প্রেতাত্মা হাসে এ কোন সুখের হাসি।
আরো কিছুকাল পর চিনবে না আর আমাকেই
মূখর বৃষ্টি তখন ঝরবে অগাধ রাশি রাশি।
চেয়েছিলাম মাতৃস্নেহ, পেলাম তার বিপরীত
বুকে আজ জননী কাঁদে, পাশে শুনি বসন্ত গীত।