দিন কেটে যায় আশায় আশায় কেটে তো যায় রাত
আসে না যে আমার কাছে সোনালি প্রভাত।।
বিজন দ্বীপে এমন করে হচ্ছে সময় পার
একা বসে আমার কিছু ভাল্লাগেনা আর।
ছুঁয়ে দেবে কখন তোমার ভালোবাসার হাত।।
ঘুরে বেড়াও আকাশ পথে কাছে আসো না যে
তাই তো আমার মন বসে না নতুন কোন কাজে।
কবির মনে কাব্যকথা করে অশ্রুপাত।।
চলে এসো এবার তুমি নেই আর অভিমান।
মধুর করে শোনাবো যে ঘুমপাড়ানি গান।
দূরে থেকে এমন করে করবে না আঘাত।।
তুমি এসে শূন্য মনে আবার কথা কও
আমায় ছেড়ে কেমন করে একা জেগে রও।
এবার এলে সুরের সুধায় করবো বাজীমাৎ।।