হবে না আর দেখা পদ্ম হয়তো কোনোদিন
তোর কাছে তো রেখেছিলাম একটা হৃদয় ঋণ।।
আমার চোখের জলে পদ্ম ভরলো রে তোর ঝিল
ঝিলের বুকে চাঁদের আলো করে যে ঝিলমিল।
দিনে দিনে তোরে দেখার আশা হলো ক্ষীণ।।
তুই তো ছিলে আমার সারা দেহ ও মন জুড়ে
এখন এ মন তোর থেকে যে লক্ষ যোজন দূরে।
মনটা এখন আমার নয় আর আছে পরাধীন।।
জলবাতাসে সুখে থাকিস প্রিয় পদ্ম তুই
বলবো না আর আয় না কাছে একটুখানি ছুঁই।
এখন থেকে থাকবো নাহয় এমনি হৃদয়হীন।।