আমি সমর্পিত হতেই চাই যদি কিনতে চাও
আত্মবিক্রয়ে আর যাবো না প্রিয়তমা কোন দিন
হয়তো অকূল সাগরে ভেসে যাবে তোমার নাও
আমি নদীই র’বো,সাগরে থাকবে আমার ঋণ।
যা চাও কেবলি,আমি তেমন নই প্রিয় নন্দিনী
পাতাগুলো যেমন কালের নিয়মেই ঝরে যায়
ভালোবাসার হাটে কারফিউ,নেই যে বিকিকিনি
তবে কেন নিমজ্জিত হবো বিদ্রুপের উপমায়!
আমার আমিটা হয়ে ওঠে হঠাৎ বেদনাভার
ক্রমে দীর্ঘ হয় মরীচিকা ছায়া,এ কেবল মেকি
উদভ্রান্ত পাখি সে,খাঁচা আর বন একই তার
স্বদেশের বুক বেহিসাবী আগুনে পুড়তে দেখি।
ভালোবাসা কোনোদিন রক্তমূল্যে করবো গ্রহণ
ক্ষয়ে যাবে স্বপ্ন যেদিন,বিবেক হবে জাগরণ।