তোমার চোখে জল কেন গো মানে না পরান
যাযাবর এই মনটা করে তারই যে সন্ধান।।
এমন করে জড়াও কেন দুখের শাড়ি গায়
জানতে চেয়ে হলাম বিফল দারুণ অসহায়।
ইচ্ছে করে বিচ্ছেদেরই শুধু লিখি গান।।
প্রজাপতি ঠোঁটে কেন রং লাগেনি আজ
আমি নাহয় কষ্টে থাকি চোখে নিয়ে লাজ।
আপন হাতে নিলাম তুলে সকল ব্যথার দান।।
চোখের জলে নদী হলে বাইবো শোকের নাও
খুৃজলে আর পাবে নাকো উঠলে তুফান বাও
মনের ঘরে থাকুক জমা নীরব অভিমান।।