কারে সুধাই মনের কথা –
কে বুঝবে বেদনা ?
মনের মত এমন একটা –
মন পেলাম না।।
জনম ধরে খুঁজলাম যারে-
মনের মত পেলাম না রে!
পেলে তারে আপন করে –
সযতনে হৃদ মাজারে
রাখতাম তারে চীরতরে।
জীবনে আর তারে ছাড়তাম না।।
মনেরও মাধুরি দিয়া –
রাখিতাম তারে সাজাইয়া।
রংধনুর সাত রঙ্গে –
আলতা রাঙ্গা যুগল চরণে
নয়ন রাখিয়া ঐ কাজল নয়নে
আমৃত্যু আর চোখ সরাইতামনা।।
মনের যত চাওয়া পাওয়া –
তারে পেলে পূর্ণহত সকল পাওয়া।
রেজার এই শুন্য হৃদয় –
স্ব মহিমায় হওনা উদয়!
অদেখারে দেখব বলে–
বিলম্বে আর হতাশ করোনা।