ডেরায় থাকা তরুণ কিছু
ভয়াল নাগ,
অশান্ত ও চপলমতি
মানে না বাগ।
নিত্য দেখার নাগিনীতে
ভরে না মন,
চেরা জিভের বাতাস টেনে
হয় উচাটন।
দুলিয়ে ফণা সামনে যা পায়
মারে ছোবল,
নাগিনী চাই,তার খোঁজেতে
ঘোরে কেবল।
গর্জে ওঠে-‘ফোঁ-সর ফোঁ-সর,
হিস্-হিস্-হিস্,
নাগিনীরা, কোথায় তোরা,
কেমন আছিস?
আয় বেরিয়ে বন পেরিয়ে
সাঁঝের বেলা,
মহাসুখে জোড় বেঁধে হোক
প্রণয় লীলা।।