জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বালক (অনূর্ধ্ব- ১৭) ঈদগাঁও ইউনিয়ন পরিষদের জয়।শুক্রবার বিকেলে ঈদগাঁও কলেজ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।এতে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ ১ গোলে জয় লাভ করেন।উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা কতৃক আয়োজিত টুর্নামেন্টে চলে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনামুখর পরিবেশে।১২জুলাই বিকেলে দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী,ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থা ও সদর যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো,ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক নুরুল আমিন হেলালী,ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসার শিক্ষক আবদু সালাম,পোকখালী ইউনিয়ন পরিষদ মেম্বার সালাউদ্দিন,ইসলাম পুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ওসমান আলী মোশেদসহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ,গণমাধ্যমকমী,ফুটবল প্রিয়জনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।