তোমার অধীনে থাকবো মেনে নেবো বশ্যতা নির্দ্বিধায়
যদি বলো নজরবন্দি থাকতে হবে তাতেও আপত্তি নেই।
মাঝে মাঝে পরাধীন হবার স্বপ্ন দেখি আমি
পরাধীনতা বড়ো ভালো লাগে বলে।
তুমি ডাকলেই খুব সকালে ঘুম হতে উঠে যাবো
সেভ করতে বললে নরসুন্দরের মতো
ক্লিনসেভ করে নেবো।
দাঁত ব্রাশ করতে বললে তা-ও করে ফেলবো দ্রুত।
চা এনে দিলে নিতান্ত বাধ্য ছেলের মতো
চুমুকে চুমুকে নিঃশেষ করে ফেলবো পুরো কাপ।
তুমি গোসল করতে বললেই গিজারের সুইস দেয়া ভুলে
এই শীতের সকালে ঠান্ডা পানিতে গোসল সেরে নেবো।
তুমি তখন শাওয়ারের শব্দ শুনতে শুনতে
আমার ব্রেকফাষ্ট রেডি করে ফেলবে।
তুমি যে শার্ট পরে অফিসে যেতে বলবে সেই শার্টই পরবো
অফিস শেষে সোজা বাসায় চলে আসতে বললে
বন্ধুদের ডাক অগ্রাহ্য করে আমি সত্বর ফিরে আসবো ।
বাসায় ফিরে ফ্রেশ হওয়ার পর মাথা আঁচড়াতে বললে
নির্দ্বিধায় তামিল করবো তোমার হুকুম।
তুমি নিষেধ করলে ফেসবুক ছেড়ে দিবো
যত কষ্টই হোক, তুমি চাইলে
আমি সিগারেটও ছেড়ে দিতে পারি অনায়াসে।
শুধু তোমার সুন্দর হাসিটা আমাকে উপহার দিও
আর মুখ ফুটে বলো খুব ভালোবাসি।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com