নূরে আহাদ ওহে পরোয়ার
বিসমিল্লাহ আকার পঞ্চতন ।
বাতেনি উনিশ হরফে নবী,
বেলায়াতে মাউলিয়াত জীবন ।।
শুরু হলো আদী কালেমা
চব্বিশ হরফ নুক্তা বিনা ।
পাঁচ হরফে মা ফাতিমা,
উনত্রিশ হরফে কোরআন ।। ঐ
নূক্তার খবর হলে জানা
তার কিছু বাকী থাকেনা ।
আলিফ খালি নূক্তা বিনা,
তিন হরফে সৃষ্টি হাসান ।। ঐ
জিন্দা কোরআনের হলে হাফেজ
সদা ফানা বাড়ে ফায়েজ ।
আলিফ হতে ঝড়ে বীজ,
কুদ্রতি সৃষ্টি রয়েছে বাতিন ।। ঐ
এক আকারে ছিলো মাউলা
আদম অজুদে নূরের খেলা ।
সরল বাবার কুদ্রতি লিলা,
তিন হরফে ফকির চাঁন ।। ঐ