সুস্থ দেহে স্থির মনে -
যে তাকে স্মরে গোপনে।
হয়ে শখা - দেয় সে দ্যাখা
অপরূপ অচীন গগনে ।।
দেখতে চাইলে সেই অপরূপ -
ভাব সাগরে দিতে হয় ডুব।
নমের সাথে ঐরূপ যদি -
ধ্যান খেয়ালে রয় নিরবধি ।
সে এক অন্য রকম অনুভূতি!
তা যার ঘটেছে সে-ই জানে ।।
গভীর ঘুমে হয় স্বপ্ন দেখা।
সেই স্বপ্ন সময় - যদি সম্ভব হয় চেতন থাকা।
সেই লগনে - মন গগনে দৃশ্য পটে - যাহা ঘটে
যদি পারা যায় চেতনায় তাহা রাখা।
সেই চেতনায় - ভাবের উদয়
জাগে যার হৃদয় কোণে।।
রেজার ভাগ্যে হয় না এমন।
ক্লান্তি নাশে নিদ্রায় গমন।
আদো ঘুমে আদো জাগায় দিনে দিনে দিন বয়ে যায়
হয় সবই নষ্ট - পথ ভ্রষ্ট পড়ে গোলক ধাঁধায়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com