গিরো লাগাও বায়ুতে
বিনা তারে চলে খবর ।
অধরা কে যাবে ধরা,
চলাফেরা ঘরের ভিতর ।।
অধরা যার হলো ধরা
শূন্যকারে চলাফেরা ।
শ্মশানে পুড়েনা মরা,
বাধ্য হলে কারিগর ।। ঐ
আঁধার ঘরে জ্বালাও বাতি
শুদ্ধ হবে মতিরতি ।
ঠিক রাখিলে বায়ু রিতী,
বায়ুর মালিক চন্দ্র অধর ।। ঐ
গুরু যদি করে দয়া
সরলের থাকেনা ছায়া ।
সরল বাবা অধর নিয়া,
থাকে সদা বায়ুর উপর ।। ঐ