স্কুল কলেজ বিশ্বিবদ্যালয় –
নানান বিষয় পড়ানো হয়।
বাল্য শিক্ষায় যাহা শেখায়
পি এইচ ডি থিসিস এক তো নয়।
জেনে বুঝে যে জন খোঁজে
সত্য অন্বেষণে সে হয় মত্ত।।
দেহ আত্মা এক জিনিস নয়।
যেমন কম্পিউটারে হার্ডওয়্যার সফটওয়্যার রয়।
সফটওয়্যার অদৃশ্যতে রয়।
তবুও সে যথাযথ কাজ করে যায়।
একই দেহে থাকে কে কে
জানতে হয় এই গুপ্ত তত্ত্ব।।
আসা যাওয়া একই পথে।
কেউ কয়না কথা কারো সাথে।
বেঁচে থাকতে না হলে চেনা-জানা।
মরার পরে আর হবে না।
আত্মীয় হলে পরম আত্মার বাকী রয়না কিছু জনার
এটাই হলো আসল তত্ত্ব ।।