বেলায়তে ফানাফির শেখ
বায়াত বিহনে পাবিনা রাসুল
কাশফে কাওনী কাশফে এলাহী
হলেন কামেলিন মকবুল ।।
কামেল মুর্শিদ দিদার হলে
বাতি জ্বলে কলব মূলে
খাঁটি আশিক কাশফি খুলে
আল্লাহতালা করেন কবুল।।
ইওাবিও মাল্লা -কোরআনেও
ইয়াস আলুকুম আজরাও
ওয়াহুম মুহতাদূন ,বলেও
ইয়াসিনে আছে মূল।।
তত্ত্ব তালিমে যায় না বুঝা
আগুন নিগুম বিষম মজা
সুফি মতিন হইলেন সোজা
রাজ্য ছেড়ে হারায় কূল ।।