মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুরে বাংলাদেশ স্কাউটস এর কাব হলিডে-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি ছিলেন দিনাজপুরে জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা সভাপতি শাকিল আহমেদ।বৃহস্পতিবার (১১ জুলাই) গোর-এ- শহীদ বড় ময়দানে সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল এর পরিচালনায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা ও সদর উপজেলা শাখার ব্যবস্থাপনায় কাব হলিডে-২০২৪ এর উদ্বোধণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা সভাপতি শাকিল আহমেদ।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা কমিশনার মো. মাতলুবুল মামুন, সম্পাদক আনিসুজ্জামান মিলন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর সদর উপজেলা কমিশনার বুনু বিশ্বাস, সম্পাদক হিরন্ময় দত্ত, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা সহকারী পরিচালক মো. সৈকত হোসেন,জেলা রোভার সম্পাদক মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।দিনাজপুর জেলা ও সদর উপজেলার যৌথ ব্যবস্থাপনায় কাব হলিডে তে জেলার সকল উপজেলা থেকে ২৬টি ও সদর উপজেলার ২৬টি মোট ৫২টি স্কুলের ৪০০জন কাব স্কাউট, ইউনিট লিডার কর্মকর্তা ও রোভার স্বেচ্ছাসেবক অংশগ্রহন করে।