এম আবু হেনা সাগর,ঈদগাঁও
ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে এবার ঈদগাঁওতে মাঠে গড়াচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ঈদগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছেন। উপজেলার পাঁচটি ইউনিয়ন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। এদিকে ১১ জুলাই (বৃহস্পতিবার) ঈদগাঁও শেখ রাসেল স্টেডিয়ামে এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ,জালালাবাদ ইউনিয়ন পরিষদের বিপক্ষে লড়বে।অংশগ্রহণকারী ইউনিয়ন গুলো হচ্ছে ঈদগাঁও, পোকখালী ও ইসলামপুর। প্রতিদিন বিকেল তিন টায় টুর্নামেন্টের খেলা শুরু হবে। দু-গ্রুপে বিভক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই।