সালমান ফারসি (রাঃ) একদিন সমস্যায় পরে গেছেন, সমস্যা সমাধানের জন্য আবু যর গিফারী (রাঃ) কাছে গেলেন। আবু যর গিফারীকে বললেন, আমি আহলে বাইত (আঃ) কে অনেক বেশি ভালোবাসি কিন্তু মাওলা হোসাইন (আঃ) কে আমার মনে হয় আমি তাদের থেকে একটু বেশিই ভালোবাসি। আমি এতে কোন গুনাহ করছি নাতো??
আবু যর গিফারী তখন বলল, আমিও তুমার মত হোসাইন (আঃ) কে বেশিই ভালোবাসি মনে হয়।তখন দুজন মিলে সিদ্ধান্ত নিলেন যে ইমাম আলী (আঃ) এর কাছে যাবেন।দুজন মাওলা ইমাম আলী (আঃ) এর কাছে গেলেন এবং তাদের সমস্যার কথা বললেন,মাওলা ইমাম আলী (আঃ) দুজনকেই বললোন, তোমরা যে সমস্যার সমাধান খুজতে এসেছো, আমিও সে সমস্যার রোগী, আমিও হোসাইনকেই একটু বেশিই ভালোবাসি।তিন জন মিলে এখন দয়াল রাসুল পাক (সাঃ) এর কাছে গেলেন আর এই সমস্যার কথা বললেন।তখন দয়াল রাসুল (সাঃ) বললেন, আমার কাছে এসেছো সমধানের জন্য আমিও তো তুমাদের মতো। আলী, ফাতেমা,হাসান,হোসাইন কে ভালবাসি কিন্তু হোসাইনকে একটু বেশিই ভালোবাসি।যেকোনো আহলে বাইত গোলাম বিনা অনুমতিতে এই পোস্ট কপি করার অধিকার রাখে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com