পীরিতি বিষম লেঠা
মাখা আঠা জীবন যৌবন ।
আঠা দিয়ে প্রেমের তালি,
মানেনা শাসন বারণ ।। ঐ
কলঙ্কিনীর হয় কুলোটা
যতই লাগে রূপের ছটা ।
পিরিতি যেমন কেষ্ট ফাটা,
ছিহ্ন হয়না প্রেমের বাঁধন ।। ঐ
বিনি সুতে যুগল মুরতি
পিরিতির সোহাগ রতি রতি ।
কুলমান গেল জাতি,
পিরিতের বিষে করে শাশন ।।
পথের ধারে প্রেম কাটা
কাঁপড়ে লেগে খুটাখুটা ।
খুচায় মারে গায়েঁ ছিটা,
পিরিতির এমন ধরন ।।
যার পিরিতে মনে কষ্ট
জ্বালায় পুড়ায় এত দুষ্ট ।
সরল বাবার জীবন নষ্ট,
প্রেম রোগে হল মরন ।। ঐ
সুফি মোখলেছুর রহমান চিশতী
সরলপুর দরবার শরীফ