কলম ছিলো কালি ছাড়া
কলমের করি আশা।
পরের ধনে পুদ্ধারী করা
নদীর চরে তার বাসা ।।
পুজি ছাড়া ব্যাবসার আরৎ
চুর ডাকাত মস্ত মরৎ।
পাগলের পাগলা গারৎ,
পরের ধনের করে আশা ।।
নানান জ্ঞানের তর্ক কথা
পুজিছাড়া তার ব্যর্থ বার্তা ।
ভাঙ্গিয়ে খেল কবির কথা,
কবির সাজে রক্ত চুষা ।।
নিজের নাই গদ্য পদ্য
পররের ধনে খুরে গর্ত।
ভাব দেখায় অভিরত,
ডংকা বাজায় ঘন্টা কাশা ।।
জুব্বা টুপি চিমটি মালা
বেশ ধরে হয়কি ধর্মশালা।
সরল বাবা সত্য বলা,
ধরে কি লাভ বেসবুসা ।।
সুফি মোখলেছুর রহমান চিশতি
সরলপুর দরবার শরীফ ঢাকা।