এম আবু হেনা সাগর,ঈদগাঁও
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনায় দেশব্যাপী চলমান সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের কর্মীসভা,সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিকেল চারটায় সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান সোহাগ।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমেদ বাহাদুর,সাবেক পৌর যুবলীগ সভাপতি শোয়েব ইফতে খার এবং সদর ও ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।কর্মীসভা শেষে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক দলীয় নেতাকর্মীদের নিয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ সূচনা করেন।