তানভীর আহমেদ :-
নরসিংদীর মনোহরদীতে অধ্যক্ষ মাওঃমুসলেহুদ্দীন (রহ.)ফাউন্ডেশন এর আয়োজনে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। (২৯শে জুন) শনিবার দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামের ফাউন্ডেশনের মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়।মনোহরদী উপজেলার-২০২৪ সালের, এস এস সি/দাখিল ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে আবু তাহের মেম্বার এর সভাপতিত্বে ও রাকিব হাসান এর সঞ্চালনায় প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফেজ মাওঃ ওয়ালী উল্লাহ, সময় আরো উপস্থিত ছিলেন কাচিকাটা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাজিবুর রহমান সেলিম,প্রভাষক মস্তোফা কামাল,জাহাঙ্গীর আলম মাস্টার,নূর মোহাম্মদ, মুসলেউদ্দীন মুসা, আব্দুর রহমান, আব্দুল কাইয়ূম সহ শিক্ষার্থী,অভিভাবক, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন হয়।