স্টাফ রিপোর্টারঃ
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা গভ. মুসলিম হাই স্কুলের ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ১৫০ বছর পূর্তি উদযাপনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে।এরই অংশ হিসেবে ২৮ জুন শুক্রবার ঢাকা গভ. মুসলিম হাই স্কুল প্রাঙ্গণে ছিল বর্ষপূর্তির শুভ সূচনা অনুষ্ঠান।এ অনুষ্ঠানে এই উৎসবের লোগো উন্মোচন ও থিম সং উদ্বোধন করা হয়েছে।স্কুলের মুক্তমঞ্চে লোগো উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ রহমতউল্লাহ্, মহাসচিব আসলাম পারভেজ মিঠু,উদযাপন কমিটির চেয়ারম্যান তারিক সিরাজ সহ প্রবীন শিক্ষার্থী। বক্তৃতা শেষে ১৫০ বর্ষপূর্তি উৎসবের লোগো ও থিম সং উদ্বোধন করা হয়।সভাপতি কাজী মোহাম্মদ রহমতউল্লাহ্ সংবাদ সম্মেলনে ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি কথা তুলে ধরেন।তিনি জানান, ১৮৭৪ সালে ঢাকা গভ. মুসলিম হাই স্কুল যাত্রা শুরু করেছিল, ২০২৪ সালে এসে ১৫০ বছর পূর্তি উৎসবের অংশ হিসেবে চলতি বছরে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা অনুষ্ঠিত হবে।লোগো উন্মোচন অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য র্যালি, যেখানে শিক্ষক,আগত অতিথি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। মঞ্চে শেষে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।১৫০ বছরের পূর্তি উপলক্ষে এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ রহমতউল্লাহ্, মহাসচিব আসলাম পারভেজ মিঠু রেজিস্ট্রেশনের শুভসূচনা করেন।লোগো উন্মোচনের পর থেকে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে,যা চলবে নভেম্বর পর্যন্ত। এ সময় এ্যালামনাই এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে ও প্রতি শুক্রবার স্কুল প্রাঙ্গণেরেজিস্ট্রেশন করা যাবে।স্কুলের ওয়েবসাইট www.alumniadgmhs.com এবং অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।