রাশেদ কবির,সিরাজগঞ্জ ;
যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুতগতিতে বেড়ে চলেছে।গত দুদিন ধরে আশঙ্কাজনক হারে পানি বাাড়তে থাকায় নিম্নাঞ্চলে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ছোট থেকে মাঝারি আকারের বন্যা হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ।বৃহস্পতিবার (২০ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭৭ মিটার।২৪ ঘণ্টায় ৩৭ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১ দশমিক ১৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদ সীমা ১২ দশমিক ৯০ মিটার)। এর আগে বুধবার পানি বৃদ্ধি পায় ৪৩ সেন্টিমিটার।
অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪৫ মিটার।২৪ ঘণ্টায় ৩৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৩৫ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপদ সীমা ১৪ দশমিক ৮০ মিটার)।এখানে বুধবার ৩৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়।পাউবো সূত্র জানায়,জুন মাসের শুরুতে যমুনায় পানি বাড়া শুরু হয়।৩ জুন থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়লেও এক সপ্তাহ পর কমতে থাকে।এরপর ১৮ জুন থেকে আবারও দ্রুত বাড়ছে যমুনার পানি।এদিকে হু হু করে পানি বৃদ্ধি পেয়ে যমুনার অভ্যন্তরে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলী জমি।বন্যার আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষের মাঝে।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন,আরও চার পাঁচদিন যমুনায় পানি বাড়বে।এতে বিপদ সীমা অতিক্রম করে ছোট থেকে মাঝারি বন্যা হওয়াযার সম্ভাবনা রয়েছে।