পাকুন্দিয়া প্রতিনিধি।
পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রার্থীরা এখন বাড়ী বাড়ী ঘুরছে।গতকাল কই মাছ প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী, হাজী মোঃ মকবুল হোসেন এর নির্বাচনী গণসংযোগ ও পথসভায় ভোটারদের ছিল উপচে পড়া ভীড়।২৯ এপ্রিল সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত পাকুন্দিয়া উপজেলার,সুখিয়া ইউনিয়নের রশিদ মেম্বারের বাড়ি থেকে গণসংযোগ,পথসভা ও অফিস উদ্বোধন শুরু করে হরশি বাজার,আলু স্টোর বাজার,জাঙ্গালিয়া ইউনিয়নের নতুন বাজার,চরকাওনা আমতলী বাজার ও বেলতলী বাজারে গিয়ে নির্বাচনী গণসংযোগ,পথসভা ও অফিস উদ্বোধন শেষ করেন।ভোটারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কৈ মাছ প্রতীকের প্রার্থী বিশিষ্ট দানবীর ও শিল্পপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।তিনি বলেন ১৫ বছরে পাকুন্দিয়ার মানুষ প্রতারিত হয়েছে।আমি জনগণের হক তাদের হাতে পৌছে দিতে চাই।নেতৃত্বের পরিবর্তন হলেই কেবল তা সম্ভব হবে।এ সময় উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ জয়বাংলা প্রেস কমিউনিটির সভাপতি শাহ মোঃ সারওয়ার জাহান,হযরত মাওলানা মুফতি মোঃ আঃ সত্তার,ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীবৃন্দ।