গতকাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনোনয়ন চুড়ান্ত প্রার্থী দের প্রতীক বরাদ্দ প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার।২৩ এপ্রিল(রবিবার)সকাল ১১ টায় আলোর মেলাস্হ জেলা নির্বাচন কার্যালয়ে তিন টি উপজেলা যথাক্রমে কিশোরগঞ্জ সদর,হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থী দের প্রতিক প্রদান করা হয়।এতে পাকুন্দিয়া উপজেলার প্রার্থী আলহাজ্ব মকবুল হোসেন কৈ মাছ প্রতীক পেয়ে খুবই আনন্দিত ও নির্বাচনে শতভাগ বিজয়ী হবেন বলে ঘোষণা দিয়েছেন।