আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাকুন্দিয়া উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সহ দুই চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন
জেলা রিটার্নিং অফিসার।জানাগেছে আগামী ৮ মে ২০২৪ ইং আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাকুন্দিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু এবং বিশিষ্ট শ্রমিক নেতা ও শিল্পপতি মোঃ আতাউল্লাহ সিদ্দিক মাসুদ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেন।নির্বাচন পরিচালনা সংক্রান্ত প্রার্থীতা যাচাই বাছাই কমিটির সভায় জেলা নির্বাচন কর্মকর্তা কিশোরগঞ্জ ও রিটার্নিং অফিসার মোঃ মোরশেদ আলম বর্ণিত প্রার্থী দের দাখিলকৃত হলফ নামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করার অপরাধে তাদের মনোনয়ন পত্র বাতিল করে নোটিশ জারি করেন।এরফলে পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম রেনু,মোঃ আতাউল্লাহ সিদ্দিক মাসুদ এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুয়েল মিয়া নির্বাচন অনুষ্ঠানে তাদের প্রার্থীতা করার সুযোগ রইল না।