1. admin@auchsangbad.com : admin :
ভৈরবে সেইফ হেলথ্ প্রকল্পের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চলছে জন্মনিবন্ধন ক্যাম্পেইন পতিত স্বৈরাচার শেখ হাসিনা জনগণের উপর প্রতিশোধ নিয়েছে- ইকবাল হাসান মাহমুদ টুুকু দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ৯বম বর্ষফূর্তি অনুষ্ঠিত  সা’দ পন্থীদের নিষিদ্ধের দাবীতে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  কটিয়াদীরের কৃতি সন্তান পদোন্নতি পেলেন উপ- সহকারী প্রশাসনিক কর্মকর্তা ইছমাইল হোসেন ময়মনসিংহে ডিবির অভিযানে ২০ টি ভারতীয় মদের বোতলসহ গ্রেফতার-০২ কিশোরগঞ্জ সদর কলাপাড়ায় দারুস্ সুন্নাহ মডেল মাদ্রাসায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে শীত ও ঘন কুয়াশায় মানুষের দুর্ভোগ নান্দাইলে পঙ্গু মামুন কে হুইল চেয়ার প্রদান নিম্নচাপের প্রভাবে দুমকিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি,বাড়তে পারে শীত

ভৈরবে সেইফ হেলথ্ প্রকল্পের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২১৪ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি

আজ সেমবার ১৮ মার্চ সকাল ১১ টায় ভৈরব উপজেলার ঐতিহাসিক সরকারী হাজী আসমত কলেজ সংলগ্ন সেইফ হেলথ প্রকল্পের নতুন কার্যালয়ে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত হাসিনা অল্টারনেটিভ মেডিকেল ট্রেনিং ফাউন্ডেশন(সেইফ হেলথ প্রকল্পের)এর পরিচালনায়,কারিগরি শিক্ষার মাথ্যমে বেকারত্ব দুরিকরন আত্মকর্ম সংস্থান করার নীমিত্তে ফাউন্ডেশনের সদস্য করে বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। এ প্রকল্পে বিভিন্ন মেডিকেল এ্যাসিসটেন্ট ও হেলথ অফিসার পদে মোট ৩৮০জন প্রার্থী মধ্যে ৩০ জন পরীক্ষা অংশগ্রহন করেন।পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত থেকে পরীক্ষার আইন শৃংখলা নিয়ন্তন রাখেন।এ সময় প্রকল্পের মহা পরীচালক আলহাজ্ব ডাঃ মুহাম্মাদ মনিরুল আলম পরীক্ষা পরির্দশন করেন এবং প্রকল্পের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।সকল পরীক্ষার্থী পরীক্ষা অনুষ্ঠান পদ্ধতিতে খুব সন্তুষ্টি প্রকাশ করেন।এসময় ফাউনেডশনের সদস্য হবার নিয়ম ও সুযোগ সুবিধার কথা বলতে গিয়ে তিনি বলেন।সদস্য লাভের যোগ্যতা :যে কোন বিবেক ভান ,সুস্থ্য জ্ঞান সম্পূর্ণ, শিক্ষিত /আধা শিক্ষিত, নিম্ন তম এস এস সি /সমমান পাশ নির্দিষ্ট আবেদনপত্র এর মাধ্যমে ৩৫০/- নিবন্ধন ফি প্রদান করে,আবেদন করতে হবে।নির্বাহী কমিটির অনুমোতি হলে,সাধারণ সদস্য পদ পাবে।সাধারণ সদস্য কে বার্ষিক অনুদান বাবদ ১২০০/-টাকা প্রদান করতে হবে।তিনি সাধারণ সদস্য হিসাবে গণ্য হবেন।সদস্যদের ভোটাধিকার থাকবে।আজীবন/দতা সদস্য : যে কোন গণ্যমান্য ব্যক্তি সোসাইটির উন্নয়নে এককালীন কম পক্ষে ১০,৫০০/-টাকা বা সম্পদ অনুদান প্রদানের মাধ্যমে আজীবন /দাতা সদস্য হতে পারবেন। সদস্যদের স্বাস্থ্য বীমা ২০,০০০/-ও জীবন বীমা বাবদ ১৫০,০০০/- প্রদান করা হয়।তবে বীমা সুবিধা ভোগ করতে প্রতি বছর ১৫০০/-অনুদান প্রদান করতে হবে।

সদস্যদের সুবিধা সমুহ:
১) শিক্ষিত বেকার সদস্যদের বিভিন্ন পেশা ভিত্তিক দক্ষতা বৃদ্ধি করন প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা /আত্ম কর্ম সংস্থানের ব্যবস্থা করা।
২) জীবনের ঝুঁকি নিশ্চিত করা।
৩) সুরক্ষিত বা নিরাপদ স্বাস্থ্য সেবা প্রদান করা।
৪) প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মা ও শিশুর যত্ন,পরিবার পরিকল্পনা,রোগ প্রতিরোধ ও পুষ্ঠি জ্ঞান, ঔষধ সেবা প্রদান করা।
৫) ভ্রাম্যমাণ মেডিকেল টিমের মাধ্যমে দুস্থ অসহায় ও রোগীদের বিনা ফিতে স্বাস্থ্য সেবা প্রদান করা।
৬) আঞ্জুমান মনিরুল প্রকল্পের মাধ্যমে সদস্য বা যে কোন জনগোষ্ঠীর বে-অরিশ লাশ দাফন কাফনের ব্যবস্থা করা।
৭) দাতব্য হাসপাতাল/ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে প্রত্যন্ত অঞ্চলে প্রশিক্ষণ ও স্বাস্থ্য সেবা কার্যক্রম ব্যাপকতর পৌছে দেয়া।
৮) গ্রামীন অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ কবলিত অঞ্চলের মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা।
৯) নির্যাতিত সদস্য কে আইনী সহায়তা প্রদান করা।
১০)সঞ্চয় উদ্বোধকরন,আদর্শ সমাজ গঠন।
১১) সদস্যদের নিজ নিজ ধর্মের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা।
১২) চিকিৎসা বিজ্ঞান সেমিনারের আয়োজন করা।
১৩) জীবন বীমার সুবিধা সদস্য ইচ্ছা মত ১-৪ লক্ষ টাকার বীমা সুবিধা নিতে পারেন ফ্রি তে।

১৪) বছরে ১ বার স্বাস্থ্য বীমা সেবা বাবদ ২০,০০০/-টাকা প্রদান করা।

১৫) আজীবন ঔষধ ক্রয়ে ১০-৩০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
১৬) ছবি আইডি নম্বর সহ ১টি স্বাস্থ্য বীমা কার্ড প্রদান।
১৮) মেম্বারশীপ নিবন্ধন সনদ প্রদান।
১৯) মনোনীত হাসপাতালে ১০-৩০ শতাংশ কম খরচে সকল সেবা পাবেন।
১৯) পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে সনদ প্রদান।
২০) শিক্ষিত আধা শিক্ষিত জনগোষ্ঠীর দারিদ্রতা দূরী করনে স্বল্প /দীর্ঘ মেয়াদী হোমিওপ্যাথি,এ্যালোপ্যথি, ইউনানী,আয়ুর্বেদী,ডেন্টাল,পল্লী ডাক্তার,ভেটেনারী, ইলেকট্রনিক,দর্জি বিজ্ঞান, আমিন সিপ,আকুপানচার, আইসিটি-কম্পিউটার টেকনোলজি,সিরামিট,ক্ষুদ্র ও মাঝারী শিল্প,কৃষক,তাঁতী,জেলে,ইমাম,আইনজীবী,সাংবাদিক, শিক্ষক,চিকিৎসক সহ সকল শ্রেনী পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করন প্রশিক্ষণ প্রদান,গবেষণা এবং চিকিৎসা বিজ্ঞান সেমিনারের আয়োজন করা ও সদস্যদের দেশে/বিদেশে কর্ম সংস্থানের ব্যবস্থা করা।
২১) যাকাত প্রতিষ্ঠা করতে উদ্ভোধ করণ।
২২) দাতব্য প্রতিষ্ঠান মেডিকেল কলেজ,প্যারা মেডিকেল কলেজ,

ইনস্টিটিউট,হাসপাতাল,এতিমখানা,লিল্লাহবোডিং,মসজিদ,মাদ্রাসা,মন্দির,প্যাগোডা,প্রতিষ্ঠা করা।

২৩) গণতন্ত্র প্রতিষ্ঠা করা,নির্বচন পর্যবেক্ষণ করা,মানবাধিকার প্রতিষ্ঠা করা।
২৪) আমাদের প্রকাশনা: সাপ্তাহিক সমুদ্র বাংলা,মাসিক আধুনিক স্বাস্থ্য বার্তা, Alternative TV.
পরে মহাপরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী ডা, মোহাম্মদ মনিরুল আলম,বাজিতপুর অল্টারনেটিভ মেডিকেল ট্রেনিং ইনিস্টিটিউট ও সেইফ হেল্থ (দাতব্য) হাসপাতাল উপ-পরিচালক,ডা ওমর ফারুকের সমন্নয়ে সেইফ হেলথ্ প্রফেশনাল ট্রেনিং ইনস্টিউট এন্ড দাতব্য হাসপাতাল এর উপ পরিচালকের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় তিনি সংস্থার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন,এবং বলেন এই চতুর্থ দাপে,কিশোরগঞ্জ জেলার ৬ টি উপজেলা ভৈরব,কুলিয়ারচর,বাজিতপুর,কটিয়াদী,নিকলী,অষ্টগ্রামে প্রাথমিক ভাবে ৬০৭ জন শিক্ষিত বেকার লোক কে পল্লী চিকিৎসায় দক্ষ করে তাদের মাধ্যমে ৩ লক্ষ সাধারন মানুষ কে সেবা প্রদান করবেন,তিনি কারিগরি শিক্ষা দিয়ে বেকার মুক্ত বাংলাদেশ গড়তে অঙ্গীকার ব্যক্ত করেন,এতে বিভিন্ন থানা থেকে প্রস্তাবিত সহকারী প্রকল্প পরিচালক (এডি),মেডিকেল এ্যাসিষ্টেন্ড(এমএ) গণ উপস্থিত ছিলেন,সেই সময়ে ভৈরব শাখা ইনস্টিটিউট এর প্রভাষক ডা মোঃ আঃ খালেক,ডা মুখলেসুর রহমান সেলিম,ডা শওকত হায়াত সোহেল,ডা ওসামা সহ অন্যান্য এমএ ও এইচ এসও গণ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

© All rights reserved © 2022 Auch Sangbad

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!