মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুরে বাংলাদেশ তাঁতী লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দিনাজপুর জেলা,পৌর ও সদর উপজেলা তাঁতী লীগের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু ও বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী।দিনাজপুর জেলা তাঁতী লীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম আলাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল হুদা শান্ত’র সঞ্চালনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের নেত্রী সৈয়দা সুলতানা ফেরদৌসী,পৌর তাঁতী লীগের সদস্য সচিব আহমেদ হুমায়ুন কবীর,যুগ্ম আহবায়ক দিনার খান, আনোয়ার হোসেন স্বাধীন,শামীম রেজা বাপ্পী, সদর উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব তৈয়বুর রহমান,তাঁতী লীগ নেতা ইদ্রিস আলী ইদন।আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম শাওন।অনুষ্ঠানে জেলা,পৌর ও সদর উপজেলা তাঁতী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।