মোঃ মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি.
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যাস্ত সমস্যা পার করছেন প্রার্থীরা।নির্বাচন কমিশন জানায় সারাদেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২য় ধাপে।সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ডাঃ মুশতাকুর রহমান ছাড়াও আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু,সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন আলী আকবর,জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান জামান ও নজরুল ইসলাম পোস্টার,ব্যানার ও গণসংযোগের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার ছাড়াও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈম প্রচার-প্রচারণা চালাচ্ছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা ছাড়াও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম ও সমাজকর্মী লুৎফা আক্তার প্রচার-প্রচারণা চালাচ্ছেন।এদিকে ভোটারদের সাথে কথা বলে জানা যায়,এবার দলীয় প্রতীক না থাকায় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে সহজেই ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবেন।