1. admin@auchsangbad.com : admin :
জাতীয় পার্টির ২৬ আসন পাকা ভোট না দিলে ভাতা বন্ধ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মতলবের চুক্তি বাতিল করে ৭ দিনের মধ‍্যে কিশোরগঞ্জ কালিয়াচাপড়ার সুগারমিল ও কেইজেড চালু করতে হবে-ভিপি সোহেল বাজিতপুরে বিদ্যালয়ের শহীদ মিনারে কাপড় ও লাকড়ি শুকান স্থানীয়রা ভোর রাতে নেত্রকোনা থেকে পাকুন্দিয়া এসে জয় বাংলা স্লোগান দিয়ে আটক ১৫ ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম পাকুন্দিয়ায় শিক্ষার আলো পাঠাগারে ১৫তম প্রতিষ্ঠাবার্ষীক আলোচনা সভা ও কবিতা উৎসব অনুষ্ঠিত ঈদগাঁওতে ফসলী জমির টপসয়েল কাটা থামছেনা, অনিশ্চিত চাষাবাদ, অভিযান দাবী  মফস্বলে সংগ্রাম, সাফল্য ও সাহসীকতায় নারী শিক্ষিকা খুরশীদুলের পথচলা বাঘায় মানব পাচার,বাল্য বিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন সভা বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ

জাতীয় পার্টির ২৬ আসন পাকা ভোট না দিলে ভাতা বন্ধ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ১০৯ বার পঠিত

মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ

আমার সেন্টারে এমপি আদেলকে প্রথম করতে না পারলে বিধবা ভাতা বয়স্কভাতা সব বন্ধ করে দিবে।এরসাথে উন্নয়ন মূলক যত কাজ আছে সব বন্ধ করে দিবে।এমপি আদেলের পথসভায় কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদের এমন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।বুধবার(৩ জানুয়ারি)রাতে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল ও বর্তমান সংসদ সদস্যের এক পথসভায় এসব মন্তব্য করেন তিনি।ভিডিও সূত্রে জানা যায়,কিশোরগঞ্জের সাবেক চেয়ারম্যান আনিছুল সৈয়দপুরের লোকের ভোট করতেছে।তারা সৈয়দপুরের প্রার্থীর কাছে টাকা পাবে আদেলের কাছে টাকা পাবে না।কারন আদেল টাকা পায়সা হিসাব করি খরচ করবে কারন ২৬ আসন বান্ধা আছে।এখন যদি নিজের মরন মানুষ নিজে ডাকে আনে।যদি ওরা এ ওয়ার্ডের জন্য সাইলেন্স না থাকে তাহলে গ্রেটেন বাবুর যা ক্ষমতা আছে দেখাবে,এমপি হওয়ার পর আমার যা ক্ষমতা আছে আমি দেখাব।যে যতটুকু করবে ততটুকু পাবে।সেখানে পথসভায় ভোটাররা সামনে বসে আছেন।অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেটেন বাবু এবিষয়ে বার্তা২৪ কে বলেন,এমন সুযোগ নাই এসব ভুয়া কথা।এবিষয়ে কিশোরগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।প্রসঙ্গত, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬ আসন ছেড়ে দেওয়ায় এ আসনের আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন বাবুল মনোনয়ন প্রত্যাহার করে নেয়।এরআগে আচরনবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রকাশ্য টাকা দিয়ে ভোট চেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

© All rights reserved © 2022 Auch Sangbad

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!