বৃষ্টিতে ভিজে রোদে পুরে
বাংলার কৃষকেরা জমিতে খাটে
সবুজ ঘাসে সোনালী ধানের শীষে
নবান্নের উৎসব মেতে উঠে।
সকালে শিশির ভেজা দুর্বা ঘাসে
দুপুরে সোনালী রোদে মিষ্টি হাসে
রাতে ধুয়ার মত কুয়াশা পড়ে
ভোরে খেজুর রসে নবান্ন আসে।
বাংলার উৎসবের নাম নবান্ন
খই চিঁড়া মুরী পিঠা আর মিষ্টান্ন
অগ্রহায়নের ধানে হয় কত প্রসন্ন
কৃষাণ কৃষাণীদের মনে আনন্দ।
হেমন্ত কালে পাকলে ধান
কৃষকের মনে আনন্দ পান
ধান কাটে আর গায় গান
ধান কুঁড়িয়ে কেহ মুয়া খান।
বাড়ির আঙ্গিনায় আনিলে ধান
কৃষাণীরা পরিশ্রমে আনন্দ পান
রাত দিন ঢেকিতে ভাংগে ধান
দেখলে ভরে সবার প্রান।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com