শেখ মামুনুর রশীদ মামুনঃ ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে, বেগুনবাড়ী প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্বোধন করেন খেলার প্রধান অতিথি খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বাদল।এ সময় তিনি বলেন,আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ।আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি।সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা।একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। শুক্রবার বিকেলে ম্যাচ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আবু সাঈদ বাদল বলেন, এ খেলার মাধ্যমে পাড়ায় পাড়ায় উৎসব ছড়িয়ে পড়েছে। যে দিন যে ওয়ার্ডের খেলা থাকে,সেই ওয়ার্ডে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গিয়েছে সেগুলোর পুনর্জন্ম হোক। করতে চাই।এ সময় তিনি নিয়মিত খেলাধুলা আয়োজনের জন্য খাগডহর ইউনিয়নের বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।