শাহ সারওয়ার,কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিঃ এর ব্যবস্হা কমিটির নির্বাচন ২০২৩ শৃঙ্খলাপূর্ণ ও উৎসব মূখর করতে নির্বাচন পরিচালনা কমিটি প্রার্থীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।গতকাল রবিবার(৯ অক্টোবর/২৩)কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার(সদর)ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল আলম ভূইয়া।বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট মোঃ শরফুদ্দীন ভূইয়া সবুজ,সমবায় কর্মকর্তা বাবু অপূর্ব চন্দ্র দাস।১৯১১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ও প্রাচীণতম এ প্রতিষ্ঠানটি তিন বছর মেয়াদী ব্যবস্হাপনা কমিটির নির্বাচন আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৩ শনিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।এ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে প্রস্তুতি মূলক পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন সমিতির সম্পাদক খসরুজ্জামান তুহিন,সভাপতি প্রার্থী মোঃ আলমগীর কবীর(সাবেক কমিশনার),এডভোকেট এবিএম লুৎফর রাশিদ রানা,মোঃ আনোয়ার হোসেন,সৈয়দ তারেক উদ্দিন সুজন,মোঃ শফিকুল ইসলাম ফকির মতি,শাহ মোঃ সারওয়ার জাহান,রফিকুল ইসলাম সুজন,মোঃ ফারুকুজ্জামান,মোঃ আল মামুন,জিয়াউর রহমান জিয়া,শেখ রাসেল ও শাহ্ মোঃ ফয়জুল্লাহ প্রমুখ।সভায় নির্বাচন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ৯ টি প্রস্তাবনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।