মুহাম্মদ কাইসার হামিদ:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্যদিয়ে ১২ রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এঁর উদ্যোগে কুলিয়ারচর উপজেলা ও ছয়সূতী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এঁর সভাপতি মামুন উর রশিদ ও ছয়সুতী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এঁর সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান তৌহিদের নেতৃত্বে ছয়সূতী ইউনিয়নের প্রতাবনাথ বাজার থেকে জসনে জুলুছের শোভাযাত্রা বের করে ছয়সুতী বাসস্ট্যান্ড-লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড-মাধবদী হয়ে পূনরায় প্রতাবনাথ বাজারে গিয়ে শেষ করে।পরে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।এর আগে মাধবদী উত্তরপাড়া গ্রামের আলহাজ্ব মো. মোজাম্মেল ফকিরের নেতৃত্বে জসনে জুলুছের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে ছয়সূতী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এঁর শোভাযাত্রায় যোগদেন।শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছয়সূতী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এঁর উপদেষ্টা ডা. মুহাম্মদ মুখলেছুর রহমান, ফারুকিয়া দরবার শরীফের পীর মো. ফারুক শাহ্ নক্সে বন্দি, ছয়সূতী গাউসিয়া দরবার শরীফের পীরজাদা ছৈয়দ মো. ফয়জুল মুত্তাকিন, পীরজাদা ছৈয়দ মো. ফয়জুল আবেদ মেহেদী, সাবেক এজিএস মনিরুজ্জামান, আঞ্জুমান এ ইখুয়ানে মারেফাত এঁর সাধারণ সম্পাদক মো. ফরুক মিয়া, প্রতাবনাথ বাজার মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজ সেবক সালাহ উদ্দিন মুর্শেদ বাবুল, ফয়সাল আলম ভান্ডারী ও আহসান হাবিব সহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিবর্গ।