মোঃ মিজানুর রহমান,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃশরিফুল ইসলাম জানান শনিবার বিকেলে উপজেলার হোসেন্দী বাজার খেলার মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা মো. আবু তালেবের সভাপতিত্বে,ছাত্রলীগ নেতা মুহিবুল্লাহ পিয়াসের সঞ্চালনায়,মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দীন মোহাম্মদ গ্রুপের এমডি ও জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসিফ মো. নূর,পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মোমতাজ উদ্দিন, কিশোরগঞ্জ দীন আই চক্ষু হাসপাতালের পরিচালক রফিকুল হক টিটু প্রমুখ।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন।