মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি॥
জাতীয়তাবাদী দল (বিএনপির) আগামীকাল বৃহস্পতিবারের ভৈরব-ব্রাক্ষ্মণবাড়িয়া-হবিগঞ্জ-সিলেট অঞ্চলের রোড মার্চ কর্মসূচীতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা আসলে জনগণকে সাথে নিয়ে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছেন এই কর্মসূচীর সমন্বয়ক হাবিবুন্নবী খান সোহেল।তনি আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এই কথা বলেছেন।এ সময় তিনি আরও বলেন, চলমান এই একদফার আন্দোলন শুধু বিএনপির নয়, দেশের মুক্তিকামী সকল মানুষের।বিএনপি শুধু বাস্তবায়ণের দায়িত্বে আছে। তাই সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা বিএনপির প্রত্যাশা।সাংবাদিক সম্মেলনে তিনি বিগত দিনের বিএনপি ঘোষিত ১০ দফা আন্দোলন থেকে শুরু করে বর্তমান এক দফা কর্মসূচীর প্রেক্ষাপট তুলে ধরেন। বলেন সরকারের ভোটারবিহীন নির্বাচন, জুলুম-অত্যাচার, নির্যাতন এবং দ্রব্যমূল্যের ঊর্ব্ধগতির কারণে জনগণের নিদারুণ কষ্টে থাকার কথা।ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা, সাংবাদিকদের বিরুদ্ধে কালো আইন প্রয়োগসহ প্রতিটি ক্ষেত্রে সরকারের স্বৈরাচারি নীতি তুলে ধরেন তিনি। বলেন কেনো তারা একটি নিরপেক্ষ সরকারের অধীনে ফ্রি-ফেয়ার ও অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছেন।এ ছাড়াও তিনি এ সময় উচ্চ আদালতের সমালোচনা করে বলেন, সরকারের একটি সাজানো মামলায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আদালতে ৫ বছরের সাজা দেওয়া হলো। সুবিচারের প্রত্যাশায় উচ্চ আদালতে গেলে সেখানে সাজা বৃদ্ধি করে ১০ বছর করা হলো। এ কেমন বিচার ? জনগণ আর কোথায় যাবে?খালেদা জিয়াকে অত্যন্ত অসুস্থ্য একজন জৈষ্ঠ্য নাগরিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে তাঁকে আটকে রেখে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না। এ সময় তিনি অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান।শহরের কমলপুরস্থ বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।তিনি তাঁর বক্তব্যে আগামীকালকের কর্মসূচী বাস্তবায়ণে দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।এ সময় নেতারা ইলেকট্রনিক্স ও প্রিনমিডিয়ার সকল সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান ও সহযোগিতা কামনা করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com