দিনাজপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত :
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
১৬৭
বার পঠিত
মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি.
রংপুর বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই রোডমার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (১৫ সেপ্টেম্বর-২০২৩) সকাল সাড়ে ১০টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সভাপতি ও উথরাইর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার।সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মুরাদ আহমেদ’র সঞ্চালনায় সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও শশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাদশা, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবু চৌধুরী, চেহেলগাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাজিবুল ইসলাম, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মোহাম্মদ, শেখপুর ইউনিয়ন সভাপতি মোঃ আজগর আলী, শশরা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারি, আউলিয়াপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রশিদ ফজলু, উথরাইল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল আখতার, শংকরপুর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, কমলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও আস্করপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।প্রস্তুতি সভা সফল করতে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
প্রস্তুতি সভায় সদর উপজেলা বিএনপির ১০টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আগামীকাল শনিবার ১৬ সেপ্টেম্বর-২০২৩ রংপুর বিভাগীয় রোডমার্চ অনুষ্ঠিত হবে।এদিকে সদ্য কারামুক্ত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাদশাকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।