সেলিম মাহমুদ গাজীপুর প্রতিনিধি.
গাজীপুর টঙ্গীতে পুলিশের অভিযানে ৯৯০ পুরিয়া হেরোইনসহ ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।১৩ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানাধীন ৫৭ নং ওয়ার্ড টঙ্গী বাজার মাজার বস্তিসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়,এসময় আটককৃতদের কাছ থেকে ৯৯০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়,ওজন ৯০ গ্রাম,আনুমানিক মূল্য ৭ লক্ষ ৯২ হাজার টাকা।আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো-১.মোঃ রুবেল মিয়া(৩৫)২.মোঃ মুরাদ হোসেন(৪২),৩.মোঃ চাঁন মিয়া(৩৬)সহদ,৪.মোঃ রমজান(৩৩),৫.মোঃ আরিফ (৩০),৬.মো.নয়ন মিয়া(৩৫),৭.মোঃ রাসেল আহাম্মেদ @ রনি(২০),৮.নয়ন মিয়া(২৪),৯.মুনসুর মোহাম্মদ সুমন(৩৫),১০.মোঃশরিফুল(২৯),১১.আনোয়ার (১৯),১২.মোঃ সফিকুল ইসলাম(৩৮)।এই সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানায় পৃথক পৃথক ৩ টি নিয়মিত মামলা রুজু করা হয় ১।টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ০৬,তারিখ-১৩/০৯/২০২৩, ধারা-৩৬(১)সারণির ৮(গ)/৪১মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮;২। টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ০৭,তারিখ-১৩/০৯/২০২৩।ধারা- ৩৬(১)সারণির ৮(খ)/৪১মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;৩। টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ০৮,তারিখ-১৪/০৯/২০২৩,ধারা-৩৬(১)সারণির ৮(খ)/৪১মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮; রুজু হয়।এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন আমার অত্র থানা এলাকায় চুরি,ডাকাতি, ছিনতাই,কিশোর গ্যাং চোরাই মালামাল ক্রয় বিক্রয় সহ যেকোনো দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে।