নিজস্ব প্রতিবেদক
ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (আইডিএবি)এর ৭ম বর্ষ উদযাপন অনুষ্ঠিত হয় হোটেল দি ক্যাপিটাল এতে সভাপতিত্ব করেন আইডিএবি’র চেয়ারম্যান মহোদয় জনাব এম জি এম সজল সাহেব,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.শেখ মহঃ রেজাউল ইসলাম,অতিরিক্ত সচিব,বস্ত্র ও পাট মন্ত্রনালয়,কনসালট্যান্ট বিশ্ব ব্যাংক,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড.সৈয়দ ইমামুল হোসেন-অতিরিক্ত সচিব শিক্ষা মন্ত্রণালয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ড.আবুল কালাম আজাদ-মহাপরিচালক(অতিরিক্ত দায়িত্ব)উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কিশোরগঞ্জ সার্ভিসিংসেলের ইনচার্জ ও জি এম জনাব এফ এম আব্বাস উদ্দিন কে বেষ্ট অর্গানাইজার এ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান অতিথি জনাব ড.শেখ মহঃ রেজাউল ইসলাম,অতিরিক্ত সচিব,বস্ত্র ও পাট মন্ত্রনালয়,কনসালট্যান্ট বিশ্ব ব্যাংক ও আইডিএবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এম জি এম সজল মহোদয়,সাথে উপবিষ্ট ছিলেন কাজী বুলবুল চলচ্চিত্র প্রয়োজক।