মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
“সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন”এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলার বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নের লক্ষ্যে‘সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা’অনুষ্ঠিত হয়েছে।সোমবার(২৮আগষ্ট-২০২৩)সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ও সূচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।অনুষ্ঠানের শুরুতেই সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দেবাশীষ চৌধুরী।মুক্ত আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান, দিনাজপুর সোনালী ব্যাংক লিমিটেড-এর জেনারেল ম্যানেজার মোঃ শাহ্জাহান, এ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার একেএম মাহবুব উল ইসলাম,দিনাজপুর কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার(ইনচার্জ) মোঃ রুহুল আমীন,দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম,দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (কালিতলা)গোলাম নবী দুলাল,সাধারণ সম্পাদক (নিমতলা)রেজাউল করিম রঞ্জু,দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন,বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী,খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আযম চৌধুরী লায়ন,দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোঃ মাহ্ফুজুর রহমান ভূঁইয়া,দিনাজপুর সরকারী কলেজের প্রভাষক শেখ মাহতাবুল হক,হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।সেই সাথে রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর জেলায় সবচেয়ে বেশী এ বিষয়টি যেনো বাস্তবায়ন হয় এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে।জেলা প্রশাসক সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন,জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে।
উল্লেখ্য,সর্বজনীন পেনশন স্কিম চার ক্যাটাগরিতে(প্রগতি স্কিম,প্রবাসী স্কিম,সুরক্ষা স্কিম ও সমতা স্কিম)করতে পারবে।অনুষ্ঠানে জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,পৌরসভার মেয়রবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।