সুমন ভট্টাচার্য ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাদক,ইভটিজিং,সোশ্যাল মিডিয়ার অপব্যবহার,কিশোর গ্যাং,আত্মহত্যা প্রবনতা ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক সভা করছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম(বার)।ময়মনসিংহ নগরীর কালীবাড়ি প্রি-ক্যাডেট স্কুলে এ সভার আয়োজন করা হয়।এসময় মাদক,ইভটিজিং,সোশ্যাল মিডিয়ার অপব্যবহার,কিশোর গ্যাং,আত্মহত্যা প্রবনতা,বাল্যবিবাহ প্রতিরোধে বিস্তর আলোচনা করা হয়।এসময় কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি শাহ কামাল আকন্দ বলেন,মাদক,বাল্যবিবাহ,কিশোর গ্যাং,ইভটিজিং, আত্মহত্যার বিষয়ে সচেতনতা,ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে আজ কথা বলতে এসেছি।দিন দিন এসব সমস্যা সমাজে প্রকট আকার ধারণ করছে।সবাইকে বলছি,সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে।মানুষের মতো মানুষ হতে হবে।কখনো অনাকাঙ্ক্ষিত কোন সমস্যা হলে পরিবারের অভিভাবক অথবা শিক্ষককে জানাতে হবে। প্রয়োজনে সরকারি(টোল ফ্রি)৯৯৯ ও কোতোয়ালী মডেল থানা পুলিশকে জানালে তৎক্ষণাৎ পুলিশি সেবা তোমাদের দোরগোড়ায় পৌঁছে যাবে।এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন,কোমলমতি শিশুদেরকে নিয়মিত পাঠদানের পাশাপাশি আত্মহত্যা,ইভটিজিং,মাদক ইত্যাদি বিষয়ের কুফল উল্লেখ করে ক্লাসের ফাঁকে ফাঁকে প্রতিটি শ্রেনীতে বক্তব্য রাখতে আহবান জানান।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন,পিতামাতা,আত্মীয় স্বজন,গুরুজন,বন্ধুবান্ধব,সহপাঠী বা অন্য কারো কথায় কিংবা আচরণে মন খারাপ এবং কষ্ট হতে পারে।কিন্তু এই কষ্ট থেকে আত্মহত্যার মত পাপ কাজের সিদ্ধান্ত নেওয়া যাবেনা।আত্মহত্যা মহাপাপ।এ পাপ কাজ যিনি করেন,এ অপরাধীকে মহান আল্লাহর কঠোর হুশিয়ারি রয়েছে।তাই আত্মহত্যার মত গুরুতর অপরাধ ও পাপ থেকে সকলকে বিরত থাকতে হবে।এসময় স্কুলের প্রধান শিক্ষক চাঁন মিয়া,কোতোয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।