মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুরে ৮ম ০৭ নং রেহাতুল ইসলাম খোকা ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বিরল খেলোয়াড় কল্যাণ সমিতি।আজ মঙ্গলবার(২২ আগস্ট)বিকালে দিনাজপুরের ঐতিহ্যবাহী মহারাজা স্কুল মাঠে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে শক্তিশালী খানসামা একাদশ’কে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে বিরলের প্রতিনিধিরা।নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে সমতায় ছিলো।দলের পক্ষে স্টাইকার রিপন হাসানের এসিস্টে উঠতি তারকা জুনিয়র অভি এবং কমলা’র এসিস্টে পরের গোলটি করেন স্টাইকার বিজয়।আর ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে দলের পক্ষে দুটি গোল সেভ করে ৩-৪ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করেন গোলরক্ষক রাজকুমার রাজু।আগামী ২৮ আগস্ট(সোমবার)একই মাঠে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পূর্ণভবা চাউলিয়াপট্টি অথবা বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মোকাবেলা করবে বিরল খেলোয়াড় কল্যাণ সমিতি।