মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুরের ঘোড়াঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(৭ আগস্ট)বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ,উপজেলা প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্ট।শুরুতে কানাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহাইদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম।এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার,ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম,পুলিশ পরিদর্শক(তদন্ত)এনামুল হক, উপজেলা ইউআরসি কর্মকর্তা সাহিদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মোকাররম হোসেন এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক সহ অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৫ গোলে পরাজিত করে চেঁচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। অপর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ৪-৫ গোলে পরাজিত খোদাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। শেষে রানার্সআপ ও বিজয়ীদের মাঝে অতিথিরা পুরুষ্কার তুলে দেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com