কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ বিশ্ব টিকাদান সপ্তাহ -২০২৩ উপলক্ষে রবিবার দুপুর ১২ টার সময় উপজেলা সাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার আয়োজনে এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।এবারের বিশেষ কার্যক্রম,জিরো ডোজ(বাদ পড়া)শিশু,আন্ডার ইম্যুনাইজড(আংশিক টিকা প্রাপ্ত)শিশু এবং মিসড কম্যুনিটি সনাক্ত করে টিকা প্রাপ্তি নিশ্চিত করতে পারলে আমরা সবাই একত্রে সুরক্ষিত থাকতে পারবো।এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সুফি আহম্মেদ,আর এম ও, এ বি এম তানজিমুল হক মিল্লাত,ডাঃ মাহফুজা বেগম জুনিয়ার কনসালটেন্ড গাইনী,ডাঃ ফাহিদ-উজ-জামান রাকিব,ডাঃ মেহেদী হাসান নোবেল মেডিকেল অফিসার, প্রধান শিক্ষক সফিকুল ইসলাম,কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী,মাগুড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান মিঠু,বাহাগিলি ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন প্রমুখ।