শাহ সারওয়ার জাহান,কিশোরগঞ্জ প্রতিনিধি
আজ দুপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে অভিযোগ প্রমানিত হওয়ার আগেই চিকিৎসক কে তার পেশাগত কাজ থেকে নিগ্রহের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চিকিৎসক সমাজ।চিকিৎসা জটিলতা কে ভূল চিকিৎসা বলে জনরোষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নূর মোহাম্মদ শামসুল আলম,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ মাকসুদুর রহমান,মেডিকেল অফিসার মরিয়ম আক্তার,ডাঃ সুবির নন্দি,ডাঃ জয়ন্ত বণিক।বক্তারা সম্প্রতি ঢাকায় আটককৃত ডাঃ মিলি ডাঃ মুনা ও ডাঃ শাহজাদী’ র নিঃশর্ত মুক্তি দাবী করেছেন।১৬ জুলাই রবিবার বেলা ২ টায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নার্সিংষ্টাফ ম্যাটস্ ও অন্যান্য কর্মচারীরা এতে অংশগ্রহণ করে।