মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
২৫ জুন রবিবার জেলা প্রশাসক কার্যালয় জেলা ক্রীড়া কর্মকর্তার সহযোগিতায় দিনাজপুর জেলার অস্বচ্ছল আহত ও অসমর্থক ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের মাঝে অনুদানের চেক প্রদান করলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)দেবাশীষ চৌধুরী।জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান তুষার জানান,মোট ২৬ জন অস্বচ্ছল,আহত,অসমর্থক,ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদেরকে প্রতি মাসে ২ হাজার করে প্রতি জন খেলোয়ারের মাঝে ২৪ হাজার টাকার চেক প্রদান করা হচ্ছে।অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)দেবাশীষ চৌধুরী বলেন,সাবেক খেলোয়াররা একসময় খেলার জগতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে দেশ ও জাতির সুনাম অর্জন করে এনেছেন।তাদের মূল্যায়ন হওয়া উচিত।বর্তমান ক্রীড়াবান্ধব সরকার ক্রীড়াবিদদের বা ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com