আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে আউচ কোম্পানির চেয়ারম্যান এফ এম আব্বাস উদ্দিন কটিয়াদী,কিশোরগঞ্জসহ সর্বস্তরের লোকজনকে শুভেচ্ছা জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় এফ এম আব্বাস উদ্দিন বলেন- একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবান”।ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য।ঈদ মানে উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া।ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা।বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা।ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।তিনি আরো বলেন-ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়।আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়।অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।তিনি ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে বা প্রলোভন দেখিয়ে স্বার্থান্বেষী মহল যাতে সমাজে বিশৃংঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান।শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন-হযরত ইব্রাহীম(আ.)মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন,তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন।তিনি ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান।সর্বশেষ তিনি সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন ঈদ মোবারক।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com