সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ:ময়মনসিংহে গ্যাস সংযোগ পুণরায় চালুসহ ১০ দফা দাবিতে "দাঁড়াবো বুক টান করে”কর্মসূচি পালন করেছে জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ এবং গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটি ও আবাসিক গ্যাস গ্রাহক ও বেকার ঠিকাদার সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।গতকাল শনিবার ২৪ জুন সকালে ময়মনসিংহ জাতীয় প্রেসক্লাবের সামনে দশ দফা দাবিগুলো উত্থাপন করেন।দাবিগুলো হল- সকালে ও বিকালে ঢাকা হতে ময়মনসিংহ ২ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করতে হবে।বাসাবাড়িতে বন্ধ থাকা আবাসিক তিতাসগ্যাস সংযোগ পূণরায় চালু করতে হবে। নদকে খাল বানানো থেকে রক্ষা করে সঠিকভাবে ব্রহ্মপুত্র নদ খনন করতে হবে।ময়মনসিংহ মহানগরকে যানজট মুক্ত করতে হবে।ঢাকা ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন স্থাপন করতে হবে।৩০০০ শয্যা হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করতে হবে। অনতিবিলম্বে ময়মনসিংহ বিভাগীয় শহরের নির্মাণ কাজ শুরু করতে হবে।শহরের মাঝখানের রেললাইনের উপর ফ্লাইওভার ব্রীজ করে বর্তমান রেললাইনের স্থানে,কৃষি বিশ্ববিদ্যালয় থেকে খাগডহর ঘুন্টি পর্যন্ত শহরে সড়ক নির্মাণ করতে হবে।শহরের একমাত্র বিষফোঁড়া ত্রিশাল বাসস্ট্যান্ড স্থানান্তর করতে হবে।শম্ভুগঞ্জ ব্রিজ থেকে খাগডহর বিজিবি ক্যাম্প পর্যন্ত শহর রক্ষা বাঁধের পাশ দিয়ে সম্পূর্ণ নতুন সড়ক নির্মাণ করতে হবে।কর্মসূচি ও নাগরিক দাবিতে বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এড.এ. এইচ.এম খালেকুজ্জামান,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম, এড.শিবির আহমেদ লিটন,এড.এমদাদুল হক মিল্লাত,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইঁয়া, সাবেক অধ্যক্ষ ডা.শাহাবুদ্দিন,বুলবুল আহমেদ, শহীদুর রহমান শহীদ,নজরুল ইসলাম,মিজানুর রহমান লিটন,আফতাব উদ্দিন,মোজাম্মেল হক, এড.নীলা রায়,মাহাবুব বিন সাঈদ,খন্দকার সুলতান আহমেদ,অধ্যক্ষ নুরজাহান,আলী হাসান খান,রমজান আলী খন্দকার,জাহাঙ্গীর আকন্দ, খোরশেদ আলম,আবু তাহের মিজবা,শিখা আফসারী,আবুল মনসুর,ডা.সিরাজুল ইসলাম সহ প্রমুখ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com