সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ:ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার(১৯ জুন) সকালে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে এড.তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মো: আরজু শেখ এর সভাপতিত্বে ও মো: মনির হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: ইকরামুল হক টিটু।এসময় সম্মেলনে প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন শেখ আজগর নস্কর সভাপতি হিসেবে মো: আরজু শেখ,সাধারণ সম্পাদক হিসেবে মনির হোসেন, সহ-সভাপতি হিসেবে আসলাম শেখ ও আমিনুল ইসলাম এর নাম ঘোষণা করেন।এছাড়াও সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান সায়ীদ,বিশেষ অতিথি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত,বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু,বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার-উল হক রিপন,বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক,বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সহ-সভাপতি নাসরিন আক্তার,বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিকী মামুন,বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক সুকুমার বর্মন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য এস এম ইকবাল কবির সহ মহানগর মৎস্যজীবী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতা-কর্মীবৃন্দ।